চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএসে পিছিয়ে পড়ছেন নারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ন ১০, জুলাই ২০২৪
নারী
A A
সংগৃহীত

সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ছেন নারীরা। পুরুষের সঙ্গে তালমিলিয়ে এগোতে পারছেন না তারা। অথচ জনসংখ্যার অর্ধেক নারী এবং পুরুষ। ৩৭ থেকে ৪২তম বিসিএস বিশ্লেষণ করে পিএসসির দেওয়া হিসেব বলছে, নিয়োগের জন্য সুপারিশকৃত ১৬ হাজার ২৭২ জনের মধ্যে ৯ হাজার ৬৯২ জন পুরুষ প্রার্থী। সাধারণ বিসিএসে অনেকটা পিছিয়ে নারীরা। পরীক্ষায় পুরুষের সমান্তরাল নারীরা আবেদন করলেও চূড়ান্ত ফলাফলে তারা পিছিয়ে যাচ্ছেন।

পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, নানা প্রতিবন্ধকতার কারণে হয়তো বিসিএস পরীক্ষায় নারীরা পিছিয়ে রয়েছেন। চাকরি ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ অপরিহার্য। আর নারীনেত্রীরা বলছেন, নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) গত কয়েকটি বিসিএস পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা এখনো নিজেদের অবস্থান মেলে ধরতে পারছে না নারীরা। যদিও সমাজের অনেক জায়গায় নেতৃত্ব দিচ্ছেন নারীরা। এরপরেও তারা পিছিয়ে পড়ছেন।

পিএসসির হিসাব অনুযায়ী, ৩৭তম বিসিএসে পুরুষ আবেদনকারী ছিলেন (৬৫.১৮), ৩৮তম বিসিএসে (৬৩.৪৭), ৩৯তম বিশেষ বিসিএসে (৪৩.৬৫), ৪০তম বিসিএসে (৬১.৬২) এবং ৪২তম বিশেষ বিসিএসে (৪৪.০৮) জন। ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসে নারী আবেদনকারী ছিলেন পুরুষের তুলনায় অনেক বেশি। ৩৯তম বিসিএসে পুরুষের তুলনায় নারী আবেদনকারী ছিলেন (৫৬.৩৫) এবং ৪২তম বিসিএসে (৫৫.৯২)। অথচ চূড়ান্ত ফলাফলে এসে পুরুষের কাছে পিছিয়ে পড়েন নারী।

পিএসসির সর্বশেষ ‘বার্ষিক প্রতিবেদন-২০২২’ থেকে দেখা গেছে, ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে যে ১ হাজার ৩১৩ জনকে নিয়োগের জন্য পিএসসি সুপারিশ করে তার ৭৫ দশমিক ৪০ শতাংশ পুরুষ। এই সংখ্যা ৯৯০ জন। নারীর সংখ্যা ৩২৩ জন অর্থাৎ ২৪ দশমিক ৬০ শতাংশ। একই অবস্থা ৩৮তম বিসিএস পরীক্ষায়। এই বিসিএসে ২ হাজার ২০৪ জনের মধ্যে ১ হাজার ৬১১ জন পুরুষকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। যা শতকরা ৭৩ দশমিক শূন্য ৯ শতাংশ। ৫৯৩ জন নারী ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। যা ২৬ দশমিক ৯১ শতাংশ।

Reneta

এছাড়াও ৩৯তম বিসিএস (বিশেষ-চিকিৎসক) পরীক্ষায় ৬ হাজার ৭৯২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে ৩ হাজার ৬০০ জন পুরুষ, যা শতকরা ৫৩ শতাংশ। অন্যদিকে ৩ হাজার ১৯২ জন নারী নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। যা শতকরা ৪৭ শতাংশ। ৪০তম বিসিএস পরীক্ষায় ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৪৫২ জন ছিলেন পুরুষ। যা শতকরা ৭৩ দশমিক ৯৭ শতাংশ। ৫১১ জন নারী নিয়োগের জন্য সুপারিশকৃত হয়েছিলেন। যা মোট নিয়োগের ২৬ দশমিক শূন্য ৩ শতাংশ। একইভাবে ৪২তম বিশেষ বিসিএসে সুপারিশকৃত ৪ হাজারের মধ্যে ২ হাজার ৩৯ জনই ছিলেন পুরুষ। শতকরা ৫০ দশমিক ৯৮ শতাংশ। অন্যদিকে নারী ছিলেন ১ হাজার ৯৬১ জন। শতকরা ৪৯ দশমিক শূন্য ২ শতাংশ। গত কয়েকটি বিসিএস পরীক্ষার মধ্যে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সর্বাধিক অর্থাৎ ৪৭ ও ৪৯.০৩ শতাংশ নারী ছিলেন। আর ৩৭তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে নারী সংখ্যা সর্বনিম্ন অর্থাৎ ২৪ দশমিক ৬০ শতাংশ।

নারীনেত্রী রোকেয়া কবীর মনে করেন, কিছু কোটা রাখা জরুরি। তিনি বলেন, ‘নারী-পুরুষ সবাইকে মেধারভিত্তিতে প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। এখানে বৈষম্যর কোনো সুযোগ নেই। অনগ্রসর হিসেবে সরকার একসময় নারীদের জন্য ১০ শতাংশ কোটা ব্যবস্থা চালু রেখেছিল। বর্তমানে সেই কোটা না থাকায় আগের চেয়ে কিছুটা পিছিয়ে যাচ্ছেন নারীরা। বর্তমানের আন্দোলনকারীদের সেটা বুঝতে হবে।’

কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটাপদ্ধতি বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে আবারও কোটা বৈধ জারি করায় রাজপথে জোরতাল আন্দোলন চলছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বুধবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। তাদের দাবি সরকারি চাকরিতে কোটা বৈষম্য চলবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: নারীবিসিএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে সিন্ডিকেট থাকলে অবশ্যই ভেঙে ফেলা হবে: আমিনুল

জানুয়ারি ২৭, ২০২৬

আগামীর ক্রিকেট বোর্ডকে শক্তিশালী করতে চান আমিনুল হক

জানুয়ারি ২৭, ২০২৬

সাফ ফুটসাল: মেয়েরা চ্যাম্পিয়ন, খালি হাতে ফিরল ছেলেরা

জানুয়ারি ২৭, ২০২৬

বাংলাদেশের সিদ্ধান্তে মন্তব্য করতে চান না সাকলায়েন

জানুয়ারি ২৭, ২০২৬

যাদের নিয়ে সাফ খেলতে যাচ্ছে বাংলাদেশ

জানুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT