চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অপহরণের ১৭ বছর পর উদ্ধার এক নারী

দিল্লির গোকালপুরি থেকে অপহরণের ১৭ বছর পর এক ৩২ বছর বয়সী নারীকে উদ্ধার করেছে পুলিশ। তার মা-বাবা ২০০৬ সালে গোকালপুরি থানায় একটি মামলাও করেছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২২ মে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সীমাপুরী থানার একটি দল উদ্ধার অভিযান শুরু করেছিল।

Bkash July

পুলিশ জানায়, ২০০৬ সালে দীপক নামের এক ছেলে তাকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে বাধ্য হয়ে ওই ছেলের সাথে উত্তরপ্রদেশের বালিয়া জেলার ইউপি গ্রামে বসবাস শুরু করেন। লকডাউনের সময় দীপককে ছেড়ে দেন ওই নারী। এরপর থেকে গোকালপুরীতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহাদারা জেলায় শুধুমাত্র ২০২৩ সালে ১১৬ জনের অপহরণের ঘটনা রয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে ৩০১ জন।

Labaid
BSH
Bellow Post-Green View