রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলী বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি উপ-কেন্দ্র এলাকায় চাউল বোঝাই ট্রাক ও সিএনজির সংঘর্ষে ১ নারী নিহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা জসীম উদ্দিন জানান, শুক্রবার (২৩ জানুয়ারী) সকালে চাউল বোঝাউ ট্রাকও সিএনজি চট্রগ্রামের দিক থেকে রাঙ্গামাটি আসার পথে টিভি স্টেশন এলাকায় পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে পিছনে থাকা সিএনজির উপর চাপা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ ৫ জন যাত্রীর মাঝে ৪জন নামতে পারলেও ১ নারী যাত্রী নামতে না পাড়ার ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত নারীর নাম মমিনা বেগম (৬০)।
পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী,পুলিশ ও ফায়ার সার্ভিস এসে ট্রাকের নীচে চাপা পড়া নারী ও অটোরিকশা উদ্ধার করে।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছে । এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








