এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাদা বলের সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দুদল। ঢাকা ও চট্টগ্রামে গড়াবে সিরিজটি।
আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ গড়াবে। ২০ ও ২৩ অক্টোবর দুটি একদিনের ম্যাচ হবে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে যাবে দুদল। বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টুয়েন্টি খেলবে। ২৭ অক্টোবর প্রথম টি-টুয়েন্টি এবং ৩০ ও ১ নভেম্বরে সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দুদলের প্রস্তুতির মঞ্চ এটি। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত।
২০২৪ সালে ডিসেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও তিন ম্যাচের টি-টুয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টিম টাইগার্স। আর ১-১ সমতায় শেষ হয়েছিল ২ ম্যাচের টেস্ট সিরিজ।








