২৭ এপ্রিল আর্সেনালকে হারানোর রাতে চোট পেয়েছিলেন ম্যানসিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। চোট গুরুতর হওয়ায় ছিলেন না ফুলহ্যামকে হারানোর ম্যাচে। এখনও চোট সারেনি বেলজিয়ান তারকার। অনিশ্চিত ৪ তারিখে ঘরের মাঠে ওয়েস্টহ্যামের বিপক্ষেও। অন্যদিকে চোট কাটিয়ে ফিরছেন ডিফেন্ডার নাথান আকে।
আর্সেনালকে ৪-১ গোলে হারানোর রাতে জোড়া গোল করেছিলেন ডি ব্রুইন, করিয়েছিলেন একটি। ম্যাচের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন সিটি অধিনায়ক। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ গোলের পাশাপাশি ২৪ অ্যাসিস্ট করেছেন বেলজিয়ান মিডফিল্ডার।
ডি ব্রুইনের চোট এখনও সারেনি বলে জানিয়েছেন সিটি বস পেপ গার্দিওলা। বলেছেন, ‘হালান্ডকে অনেক গোল করতে সহায়তা করেছে কেভিন। কিন্তু সে এখনও পুরোপুরি সুস্থ নয়। সে চলতে পারছে। কিন্তু দলের সঙ্গে প্রশিক্ষণ নিতে পারেনি। আমরা সময় নেবো।’
১৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারানোর রাতে চোট পেয়েছিলেন সিটি ডিফেন্ডার নাথান আকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে। ওয়েস্টহ্যাম ম্যাচ সামনে রেখে অনুশীলনে ফিরেছেন তিনি।
ডাচ ডিফেন্ডারের ফেরার বিষয়ে ম্যানসিটি কোচ বলেছেন, ‘নাথান আমাদের সাথে প্রশিক্ষণ নিয়েছে, সে ভালো আছে।’







