এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেলবোর্ন টেস্টে অভিষেক হয়েছে ১৯ বছর ৮৫ দিন বয়সী স্যাম কনস্টাসের। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে তারচেয়ে কম বয়সে আর কেউ ওপেনিংয়ে নামেননি। ইতিহাস গড়া ডানহাতি অজি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি।
কনস্টাসের রেকর্ডে পেছনে পড়ে গেছে ১৯২৯ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে আর্চি জ্যাকসনের ১৯ বছর ১৪৯ দিনে অভিষেকের কীর্তি। শুধু দারুণ এ কীর্তি নয়, এদিন ভারতের বিপক্ষে ৬৫ বলে ৬০ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন তিনি।
কনস্টাসের কল্যাণে ৩ বছর ও ৪৪৮৩ বল পর টেস্ট ক্রিকেটে ছক্কা হজম করেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। ২০২১ সালে সবশেষ তাকে ছক্কা হাঁকিয়েছিলেন আরেক অজি ব্যাটার ক্যামেরন গ্রিন। এরপরই মূলত আলাদা করে আলোচনায় আসেন কনস্টাস আর তার বাংলাদেশি কোচ তাহমিদ ইসলাম। এই বাংলাদেশি কনস্টাসের সঙ্গে মেলবোর্ন টেস্টেও কাজ করছেন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে খবর, নাথান ম্যাকসুয়েনির জায়গায় ডাক পাওয়া কনস্টাস অস্ট্রেলিয়া দলে যোগ দিয়েছেন রোববার। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তার ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেয়া হয়েছে। যে কোচের নাম তাহমিদ।
তাহমিদ ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে ছিলেন, তবে কোনো ম্যাচ খেলেননি। তখন এক ভিডিওতে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি হিসেবে।
এবারের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর দিকে দ্য এজকে তাহমিদ বলেছিলেন, ‘কনস্টাসকে নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন ওয়াটসন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করেন।’








