অস্ট্রেলিয়ার ক্রিকেটে তখন স্বর্ণযুগ। শেন ওয়ার্ন-গ্লেন ম্যাকগ্রাদের একের পর এক সাফল্যে যার অংশীদারিত্ব ফেলে দেয়ার নয়, অজিদের সোনালী প্রজন্ম গঠনে যার ভূমিকা অপরিসীম, সেই লরি সল মারা গেছেন। অজি দলের সাবেক প্রধান নির্বাচকের বয়স হয়েছিল ৯৬ বছর।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ ম্যাচে ২৮.৮৩ গড়ে ১,৭০১ রান করেছিলেন লরি। ১৯৮৪-১৯৯৫ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন অস্ট্রেলিয়ার।
১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার প্রধান কোচ হতে বব সিম্পসনকে সহায়তা করেছিলেন লরি। প্রধান নির্বাচক থাকাকালীন সোনালী প্রজন্ম বাছাইয়ে স্টিভ ওয়াহ, মার্ক টেলর, ইয়ান হিলি, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ এবং শেন ওয়ার্নের মতো বহু তারকাকে তুলে এনেছিলেন। দেশটির ক্রিকেট অবকাঠামো উন্নয়নেও ব্যাপক ভূমিকা রেখেছেন। দায়িত্ব সামলেছেন অজি দলের ট্যুর গাইডেরও।
১৯২৫ সালের আগস্টে পশ্চিম অস্ট্রেলিয়ার পূর্ব ফ্রেম্যান্টলে জন্ম লরির। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ান পদাতিক ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। ‘কর্নেল’ ছদ্মনামেও পরিচিত। ১৯৯৫ সালে নির্বাচক প্যানেল থেকে অবসরে যান। শেষদিন পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের নিবেদিতপ্রাণ ক্রিকেট পর্যবেক্ষক ছিলেন।

অপরাজেয় অস্ট্রেলিয়াকে গড়ে দেয়া লরির ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ না হলেও ক্রিকেটে অবদান রাখায় বহু পুরস্কার হাতে তুলেছেন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার অর্ডারে ভূষিত হন। ২০০৯ সালে আইসিসির স্বেচ্ছাসেবক স্বীকৃতির পদক গলায় ঝুলান।