এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ‘ছেলেদের কাভা কাপ-২০২৫’ ভলিবলের আন্তর্জাতিক আসর। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে আছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা)। ২২ অক্টোবর থেকে শুরু হয়ে আসর চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
ছেলেদের কাভা কাপ আসরের খেলা হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রতিদিন তিনটি করে খেলা হবে। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশগ্রহণকারী দলগুলো হল- আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং তুর্কমেনিস্তান।
বাংলাদেশ অধিনায়ক হরসিত বিশ্বাস বলছেন, ‘লক্ষ্য আসরের ফাইনাল খেলা। আমাদের দলটা আগের চেয়ে অনেক ভালো। নতুন কোচ এসে আমাদের শেখাচ্ছেন, প্রস্তুতি বেশ ভালো। শিরোপা জিততে পারব কিনা জানি না। তবে ফাইনাল খেলতে চাই, এরপর শিরোপার লড়াই করা যাবে।’
ভলিবলের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু বললেন, ‘এই আসরে আমাদের বাজেট ১ কোটি ২০-৩০ লাখ টাকার মধ্যে। আর্থিক সংকটে এর থেকে বেশি ব্যয় করা আমাদের পক্ষে সম্ভব না। আসরে আমাদের লক্ষ্য ফাইনাল খেলা।’
ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি লতিফ শাহরিয়ার জাহেদী বলেছেন, ‘আমরা সবাই মিলে চেষ্টা করছি ভলিবলকে এগিয়ে নেয়ার। তিন বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশ আন্তর্জাতিক কোন আসরে খেলে না। এবার আমাদের প্রস্তুতি ভালো। আশা করছি ফাইনালে খেলতে পারব।’








