বেড়ে যাওয়া সবজির দামের সাথে পাল্লা দিয়ে হঠাৎ বেশি বেড়ে গেছে মাছের দাম। সবজির দাম ঢেঁড়স, সজিনা, ঝিঙা, করলা এবং কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ ৪০ টাকায়। বাজারভেদে দামেও রয়েছে তারতম্য। ব্রয়লার ও পাকিস্তানি ককের দাম কিছুটা কমলেও তা নগরবাসীকে স্বস্তি দিতে পারছে না। দাম নিয়ে কারসাজি করলে, ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজিব বেগের রিপোর্ট।





