আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১ ওভারে সর্বোচ্চ ৩৬ রানের রেকর্ড সবার আগে ছিল ভারতের যুবরাজ সিংয়ের। পরে যোগ হন আরও কয়েকজন। যুবরাজ ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওই ওভারে। ছয় ছক্কা আছে পোলার্ড ও এইরিরও। ছয় ছক্কার সেই কীর্তি ছুঁয়ে এক ওভারে ৩৯ নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সামোয়ার ব্যাটার দারিয়াস ভিসার। ৬২ বলে ১৩২ রান করেছেন ২৮ বর্ষী টপঅর্ডার তারকা। ১০ রানের জয় পেয়েছে সামোয়া।
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য পশ্চিম-এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার ভানুয়াতুর বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে সামোয়া। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লে ঝড় তোলেন দারিয়াস। শেষপর্যন্ত সবগুলো উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সামোয়া। জবাবে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে ভানুয়াতু।
ভানুয়াতু পেসার নালিন নিপিকোর এক ওভারে ৬টি ছয় মেরেছেন দারিয়াস। ১৫তম ওভারটিতে নো বলও ছিল ৩টি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন এটাই এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।
যুবরাজের পর ২০২১ সালে এক ওভারে ছয় ছক্কা মেরে ৩৬ রান নিয়েছিলেন কাইরেন পোলার্ড, ২০২৪ সালে একই রেকর্ড গড়েন আরেক ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। ২০২৪ সালে ছয় ছক্কা মেরে ৩৬ নেন নেপালের দীপেন্দ্র সিং এইরি, রোহিত শর্মা ও রিংকু সিং মিলেও এক ওভারে এত রান তোলার কীর্তি রয়েছে।
নিপিকোর প্রথম তিন বলে তিনটি ছক্কা হাঁকান দারিয়াস। চতুর্থ বলটি নো হলে ফ্রি হিটে মারেন আরও একটি ছক্কা। তাতে পূরণ হয় দলের শতরান। পঞ্চম বলটি ডট হলে ছন্দ হারাতে বসেছিলেন দারিয়াস। শেষ বলটি আবারও নো হলে ফ্রি হিটে মারেন ছক্কা, সেই ফ্রি হিটটিও নো করেন ভানুয়াতুর ২৮ বর্ষী পেসার। পরের ফ্রি হিটে করা বলটি বৈধ হয়, সেটিতে আরও একটি ছক্কা মারেন দারিয়াস।
সামোয়ার হয়ে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরিয়ানের কীর্তিও গড়েছেন দারিয়াস। শেষপর্যন্ত ৬২ বলে ৫ চার ও ১৪ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলে থামেন তিনি।







