এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইটালিতে প্রায় অর্ধশতাব্দী ধরে বাংলাদেশিদের বাস। দীর্ঘ এই সময়ে ইটালিয় সমাজে বাংলাদেশিদের তেমন অবস্থান গড়ে উঠেনি এখনও। ইটালি জুড়ে বাংলাদেশি প্রবাসীদের কর্মক্ষেত্রে সুনাম থাকলেও, ইদানিং বাড়ছে নৈতিক অবক্ষয় এবং সহিংসতার ঘটনা।
সম্প্রতি রোমের বাংলাদেশিদের বসবাসের এলাকা তরপিনাত্তারায় বাংলাদেশি ছেলে, ইটালিয়ান একটি নারীকে রাস্তায় লাঞ্চিত করার ঘটনায় ইতালিয়ানদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তরপিনাত্তারার প্রধান চত্তর মারানেল্লায় বিক্ষোভ করেছে প্রতিবাদীরা। নীরবতা নয়, এমন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী ভূমিকা রাখতে আহ্বান জানান প্রতিবাদকারীরা।
নিরাপদ সমাজ গড়তে সবসময় ইটালিয়দের সমর্থন থাকবে বলে জানান, রোমের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও নারী সংগঠক। ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মর্যাদার সমর্থন জানিয়েছে রোম প্রবাসী বাংলাদেশিরা। এমন ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।








