এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সময়ের সেরাদের একজন ভিনিসিয়াস জুনিয়র। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দারুণ অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। বাজারে চাহিদাও তুঙ্গে। তাকে টানতে লোভনীয় এক প্রস্তাবই দিয়ে বসেছে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি।
রিয়াল মাদ্রিদ তারকার জন্য ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাবটি। শুধু ফুটবলেই নয়, ভিনিকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকে লোভনীয় সব প্রস্তাব দিয়ে রেখেছে তারা। সবকিছু এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, এ ব্যাপারে এখনও কিছু বলেনি রিয়াল মাদ্রিদ।
২০৩৪ সালে নিজেদের মাটিতে আয়োজন করতে চলা বিশ্বকাপ সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার। ভিনিকে কেনার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ, এমন খবর গণমাধ্যমে।







