রদ্রিগো গোয়েস, এড়ের মিলিতাও বা লুকাস ভাসকুয়েজ ছাড়াও লা-লিগায় ঘরের মাঠে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। মৌসুমের প্রথম গোলের দেখা পেয়েছেন ইংলিশ তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এ জয়ে টেবিলের দুইয়ে থাকছে রিয়াল।
ম্যাচের প্রধান আকর্ষণ ভিনিসিয়াস প্রথমার্ধে গোলের দেখা পান, ৩৪ মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্টে করেন প্রথম গোল। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে বেলিংহ্যাম ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয় গোলের অ্যাসিস্ট আসে অ্যাসেনসিওর পাস থেকে।
৬১ মিনিটে ভিনিসিয়াসের দ্বিতীয় গোল আসে, গোলরক্ষক আন্দ্রে লুনিনের অ্যাসিস্টে। ব্যবধান ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। হ্যাটট্রিক করতে খুব একটা সময় নেননি ২৪ বর্ষী ভিনিসিয়াস। ৬৯ মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে ম্যাচের চতুর্থ গোল ও নিজের হ্যাটট্রিক পূরণ করেন।
লা-লিগায় লস ব্লাঙ্কোসদের এটি অষ্টম জয়। ১২ ম্যাচ খেলা রিয়াল তিন ড্র ও এক হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকল। ৩৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার বার্সেলোনা। দলটিও ১২ ম্যাচ খেলে ১১ জয় ও এক হারে ভালো অবস্থানে রয়েছে।







