চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেয়ের সঙ্গে আমিও মরে গেছি: বিজয়

সম্প্রতি তামিল অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টোনির নিজ বাড়ি থেকে উদ্ধার হয় ১৬ বছর বয়সী তার মেয়ে মীরার মরদেহ। জানা যায়, আত্মহত্যা করেছেন অভিনেতার কন্যা। সন্তান হারিয়ে রীতিমত ভেঙ্গে পড়েছেন বিজয় ও তার স্ত্রী ফাতিমা।

মেয়ের মৃত্যুর শোকে অভিনেতা কদিন চুপ থাকলেও প্রথমবার মুখ খুললেন বিজয়। সম্প্রতি এক টুইটে এই অভিনেতা লিখেছেন, ‘আমার কন্যা মীরা দয়ালু ও সাহসী ছিল। সে এখন ভালো এবং শান্তিপূর্ণ জায়গায় আছে। যেখানে জাত, ধর্ম, হিংসা, বেদনা, দারিদ্রতা, শত্রুতা নেই। এই পৃথিবীর চেয়ে ভালো সেটি। আমার মেয়ে এখনো আমার সঙ্গে কথা বলে, আমিও মেয়ের সঙ্গে মরে গেছি। আমি এখন তার সঙ্গে সময় কাটাতে শুরু করেছি।’

Bkash

জানা গিয়েছিল, মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছে মীরা। বিষণ্ণতা কমানোর জন্য তার চিকিৎসাও চলছিল। চেন্নাইয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন বিজয় অ্যান্টোনি।

গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে বিজয় মেয়ের বেড রুমে গিয়ে দেখেন মীরা ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরাকে মৃত ঘোষণা করেন।

Reneta June

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View