এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৮৫৩৪ মাইল দূরে থাকলেও দেশপ্রেমের কোনো কমতি নেই লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝেও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (SAB) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ৫৪তম বিজয় দিবস।
মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ ধারণ করে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং স্বাধীন বাংলাদেশ গঠনের কথা স্মরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদে অংশগ্রহণে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার বিতরণ এবং দেশের গানের মাধ্যমে বিশেষ দিনটি উদযাপন করা হয়।
আয়োজনে লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা দেশের প্রতি তাদের ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধের চেতনা তাদের সামনের দিকে এগিয়ে যেতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে বলে বিশ্বাস করেন শিক্ষার্থীরা।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থীরা সকল প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।








