চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্তরা আফগান সম্পদ পাচ্ছে না

যুক্তরাষ্ট্রে ২০০১ সালে সেপ্টেম্বরের ১১ তারিখ টুইনটাইওার হামলার শিকার ব্যক্তিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৩.৫ বিলিয়ন সম্পত্তির বাজেয়াপ্ত করার অধিকারী নয় বলে রায় দিয়েছেন মার্কিন বিচারক জর্জ ড্যানিয়েলস । হামলায় ভুক্তভোগীদের পক্ষে থাকা আইনজীবীরা বলছেন, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের পক্ষে রায় দিয়েছে আদালত।

টুইনটাওয়ার হামলার সময় তালেবান আল-কায়েদারা জঙ্গিদের আফগানিস্তান থেকে অনুমতি দিয়েছিল। যার ফলে আমেরিকায় আত্মঘাতী বিমান হামলায় ২ হাজার ৯৭৭ জন প্রাণ হারিয়েছে।

বিচারক জর্জ ড্যানিয়েলস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঞ্চয় তহবিল গুলিতে অ্যাক্সেসের অনুমোদন সাংবিধানিকভাবে সংযত ছিলেন কারণ তালেবানরা আফগানিস্তানের অবৈধ সরকার।

তিনি আরও বলেন, বাইডেন সরকার তালেবানকে স্বীকৃতি দেয়নি। সেই অর্থে মার্কিন আদালতও সেই ক্ষমতা রাখে না।

বিচারক ড্যানিয়েলস তার ৩০পৃষ্ঠা বিবৃতিতে লিখেছেন, “বিচারের অপেক্ষায় থাকা ভুক্তভোগীরা তাদের ডিফল্ট রায় সংগ্রহ করার অধিকারী এবং আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সন্ত্রাসী হামলার জন্য সম্পূর্ণরূপে ক্ষতিপূরণ দিতে বাধ্য কিন্তু তারা তা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল দিয়ে দিতে পারবে না।”

তিনি বিবৃতিতে আরও যুক্ত করেন, তালেবান প্রাক্তন ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান বা আফগান জনগণ নয় তাই টুইন টাওয়ার হামলায় তালেবানদের দায় পরিশোধ করতে হবে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট দ্বারা তালেবানদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছিল, কিন্তু পশ্চিমা বাহিনী দেশ থেকে প্রত্যাহারের পর ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের শাসন পুনরুদ্ধার করে।

নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং উত্তর ভার্জিনিয়ার পেন্টাগনে বিমানগুলি উড্ডয়নের আগে ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনা করেছিল আল-কায়েদা। তাদের চতুর্থ জেটটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়েছিল।

যারা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলারের তহবিলের কিছু অংশ সঞ্চয় রাখার দাবি করেছিল তাদের জন্য বিচারকের রায় পরাজয় বলে বিবেচিত হচ্ছে।

ভুক্তভোগীদের পক্ষের আইনজীবী লি ওলোস্কি বলেছেন, এই রায় টুইন টাওয়ার হামলায় ১০ হাজারেরও বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের ক্ষতিপূরণের অধিকার থেকে বঞ্চিত করেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এটি একটি ভুল সিদ্ধান্ত এবং আমরা আবার আপিল করব।

Labaid
BSH
Bellow Post-Green View