‘পুনর্জন্ম-৩’ এর জন্য আবারও শ্রেষ্ঠ নাট্যপরিচালক ভিকি
আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’

গেল বছরের আলোচিত নাটক ‘পুনর্জন্ম ৩’ এর জন্য শ্রেষ্ঠ নাট্যপরিচালক হিসেবে চ্যানেল আই-ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতলেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।
শনিবার রাতে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে আয়োজিত আইসিটি ডিভিশন প্রেজেন্টস ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে ভিকির হাতে এ পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
পুরস্কার পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিকি জাহেদ বলেন, পরপর দুইবার পুনর্জন্ম’র জন্য পুরস্কার পেলাম। আনন্দটা দ্বিগুণ। কাস্ট এন্ড ক্রুকে ধন্যবাদ। তাদের ছাড়া এই কাজ করা ছিল অসম্ভব।
এরআগে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুটি বিভাগে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২’ জিতে নেয় চ্যানেল আইয়ের সিক্যুয়াল নির্ভর এই ফিকশনটি। এই আয়োজনে তারকা জরিপে ‘সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন আফরান নিশো ও মেহজাবীন।

ভিকি জাহেদ পরিচালিত তুমুল জনপ্রিয় এই সিক্যুয়ালটির অন্তিম পর্বও চলতি বছর দেখেছেন দর্শক। যথারীতি হয়েছে প্রশংসিত।
এরইমধ্যে নির্মাতা ঘোষণা দিয়েছেন ‘পুনর্জন্ম’র মূল চরিত্র রাফসান হককে নিয়ে স্পিন অফ সিরিজ নির্মাণের! যেটা দর্শক দেখতে পারবেন শুধুমাত্র ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
বিজ্ঞাপন