কিছুদিন পরেই মুক্তি পাবে ভিকির ‘ব্যাড নিউজ’। ‘তওবা তওবা’ দিয়ে এখন আলোচনায় তিনি। সম্প্রতি ছবির প্রচারণার কাজে এক পডকাস্টে কথা বলেছেন তিনি। সেখানে জানিয়েছেন তার বাবার জীবনের কঠিন দিনগুলোর কথা।
রাজ শামানির পডকাস্ট শো-তে ভিকি কৌশল জানান, তার বাবা অনেক চেষ্টার পরেও চাকরি খুঁজে পাচ্ছিলেন না। এক পর্যায় আত্মহত্যার কথা ভাবছিলেন তিনি। পরিস্থিতি আন্দাজ করতে পেরে ভিকির দাদা তাকে মুম্বাই পাঠান। সেখানে তিনি একজন অ্যাকশন ডিরেক্টর হিসেবে ক্যারিয়ার গড়েন।
ভিকি বলেন, ‘১৯৭৮ সালে মুম্বাই আসেন বাবা। এর আগে তিনি ইংরেজিতে এমএ করেছিলেন। কিন্তু চাকরি পাচ্ছিলেন না। একদিন বন্ধুদের মদ্যপ অবস্থায় তিনি জানান, তিনি মরে যেতে চান। আমার দাদা খুব সাবধানী ছিলেন। তিনি তাকে মুম্বাই পাঠিয়ে দেন।’
একই আলাপচারিতায় ভিকি জানান, তারও ৯টা-৫টার চাকরি করার কথা ছিল। তিনি যখন বাবা-মাকে জানান যে তিনি অভিনেতা হতে চান, তখন তার বাবা জানান ইন্ডাস্ট্রিতে তেমন ক্ষমতা না থাকায় তিনি ভিকিকে খুব বেশি সাহায্য করতে পারবেন না।
এই প্রসঙ্গে ভিকি বলেন, ‘আমার বাবা-মা চেয়েছিলেন আমি যেন নিয়মিত চাকরি করি। আমার দাদা পাঞ্জাবের একটি দোকানে কেরানী ছিলেন। আমার বাবা-মা সেখান থেকেই এসেছেন। আমাদের সেখানে কোনো জমিজমাও ছিল না।’
এরপর ভিকি বলেন, ‘মুম্বাইতে এসে বাবা সুইপারের চাকরিও করেছেন, কারণ তিনি জানতেন এই কথা তার গ্রামের কেউ জানবে না। বাবার যৌবন কেটেছে কঠিন সংগ্রামে। অভিনয়ের ক্ষেত্রে কাজের নিরাপত্তা নেই। এক প্রজেক্টে কাজ করার সময়ও নিশ্চয়তা নেই পরের কাজ পাওয়া যাবে কিনা।’
ভিকি জানান, চাকরির অফার লেটার পেয়েছিলেন তিনি। নিয়মিত বেতন, চাকরির নিরাপত্তা, অফ ডে আছে জেনে পরিবারও খুশি ছিল। কিন্তু ভিকি বুঝতে পেরেছিলেন, চাকরি করলে বিষণ্ণতা চেপে বসবে তার মনে। তাই নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি








