বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কাতারে দেখবেন বরুণ ধাওয়ান। সম্প্রতি নিজের ছবি ‘ভেদিয়া’র প্রচারণায় গিয়ে এই খবর জানিয়েছেন বরুণ।
সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ব্রাজিল আর আর্জেন্টিনার মাঝে কোন টিমকে বেঁছে নিতে চান অভিনেতা। কৌশলী উত্তর দেন বরুণ। বলেন, ‘আশা করি ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে ভালো খেলবে।। তবে আর্জেন্টিনা ব্রাজিল যে দলই জিতুক আমার সমস্যা নেই।’
অভিনেতা জানান, ছবির প্রচারণার কারণে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না তিনি। তবে ফাইনাল খেলা দেখতে কাতার যাবেন তিনি।
‘ভেদিয়া’ সিনেমার পরিচালক অমর কৌশিক। মুক্তির আগে প্রচারণায় কোনো কমতি রাখছেন না বরুণ। ছবিটি মুক্তি পাবে ২৫ নভেম্বর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজ্ঞাপন