চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৪৫ বছরেই চলে গেলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’ তারকা

‘দ্য ভ্যাম্পায়ার ডায়রিস’ খ্যাত তারকা অ্যানি ওয়েরশিং মারা গেছেন। রবিবার লস অ্যাঞ্জেলসে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন তিনি। তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।

গণমাধ্যমকে অ্যানির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তবে তার কী ধরনের ক্যানসার হয়েছিল তা জানা যায়নি।

Bkash July

টিভি সিরিজের জনপ্রিয় মুখ ছিলেন অ্যানি। ‘টুয়েন্টিফোর’ সিরিজে এফবিআই এজেন্ট ‘রেনি ওয়াকার’ চরিত্রে সাড়া ফেলেছিলেন তিনি। ভিডিও গেম ‘দ্য লাস্ট অব আস’-এর ‘টেস’ চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

এছাড়াও ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’, মার্ভেলের ‘রানঅ্যাওয়েস’, সাইন্স ফিকশন সিরিজ ‘টাইমসলেস’, ‘দ্য রুকি’তে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অ্যানি। সর্বশেষ ‘স্টার ট্রেক: পিকার্ড’-এ ‘বর্গ কুইন’ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।

Reneta June

সূত্র: হিন্দুস্তান টাইমস

ISCREEN
BSH
Bellow Post-Green View