সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও উত্তাল শাহবাগ চত্বর। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিলের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।







