এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তী তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা ওস্তাদ জাকির হুসেন। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চলছে তার চিকিৎসা।
এরইমধ্যে রবিবার সন্ধ্যায় ভারতীয় প্রথমসারির প্রায় সব সংবাদমাধ্যমে কিংবদন্তী এই সংগীতজ্ঞের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে তার কিছুক্ষণ পরই জাকির হুসেনের পরিবারের তরফে জানানো হয় সত্যি খবর।
জাকির হুসেনের পরিবার একটি বিবৃতিতে জানায়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র ওস্তাদ জ়াকির হুসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।
ওস্তাদ জাকির হুসেনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘ দিন ধরেই রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম জাকির হুসেনের। তার পিতা ওস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি।
২০২৪ সালে জ়াকিরের হাত ধরেই ভারত অর্জন করে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’।
জাকির তবলায় সঙ্গত করেছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপালদের সাথে।








