ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলতি বছর বসতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। এরই মধ্যে টুর্নামেন্টের টিকিটও ছেড়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টিকিট পাওয়ার জন্য আবেদনও শুরু হয়েছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে আবেদন পড়ছে সবচেয়ে বেশি। এই ম্যাচ ঘিরেই রয়েছে টিকিটের তুলনায় প্রায় ২০০ গুণ বেশি চাহিদা।
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দু’দলের লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের থাকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টের অপেক্ষা। যে কারণে হাইভোল্টেজ ম্যাচটির টিকিটের চাহিদাও থাকে অন্য যেকোনো ম্যাচের তুলনায় বেশি।
আগামী ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভেন্যুটির দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার হলেও টিকিটের জন্য এর চেয়ে ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি।
মহারণটি গ্যালারিতে বসে দেখার জন্য জন্য আইসিসি তিন ক্যাটাগরির অগ্রিম টিকিট ছেড়েছে। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ১৭৫ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ২১০ টাকা। স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের দাম ৩০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩২ হাজার ৯৩৩ টাকা। প্রিমিয়াম টিকিটের দাম ৪০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ হাজার ৯১০ টাকা।








