এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই সপ্তাহের বেশি আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে গেছে মূলত দেশটির বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে। হিউস্টনে ২১, ২৩ ও ২৫মে ম্যাচগুলো। আসর শুরুর আগে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টিম টাইগার্স। তার একটিতে আবার প্রতিপক্ষ সেই যুক্তরাষ্ট্রই।
১ জুন নিউইয়র্কে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বড় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ মূল আসরে নামার আগে কাজে দেবে বলে দেশ ছাড়ার আগে জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি ২৮মে, টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। ভারতের সঙ্গে ১ জুনের প্রস্তুতি ম্যাচের সময় ও ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।
দলগুলো বিশ্ব আসরের আগে ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়। আইসিসির পক্ষে সুযোগ করে দেয়া হয়। প্রস্তুতি ম্যাচগুলো আন্তর্জাতিক টি-টুয়েন্টির মর্যাদা পাবে না। প্রতিটি দল স্কোয়াডের ১৫ জনের সবাইকেই মাঠে নামাতে পারবে।
প্রস্তুতি ম্যাচ খেললেও অন্যকোনো দেশের সঙ্গে নয়, নিজেদের মধ্যেই ২৯ জুন দুভাগ হয়ে খেলবে সাউথ আফ্রিকা। আগেই জানা গিয়েছিল, কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। সেই তালিকায় যোগ হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান।








