এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ভয়াবহ ভূকম্পন অনুভূত হওয়ার পর যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ফিলিপাইনসহ একাধিক দেশ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে উপকূলীয় এলাকায় সুনামির সম্ভাবনায় সব বাণিজ্যিক জাহাজ বন্দর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড।
আজ (৩০ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সম্ভাব্য সুনামির আঘাত থেকে প্রাণ ও সম্পদ রক্ষার্থে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বিশেষত হাওয়াইয়ের মতো দ্বীপগুলোতে এর প্রভাব মারাত্মক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগও উপকূলীয় এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
হনলুলুর কোস্টগার্ড ক্যাপ্টেন জানিয়েছেন, জাহাজগুলোকে দ্রুত বন্দর ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো নতুন জাহাজকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উপকূলীয় এলাকায় প্রায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের কাছে বুধবার ভোরে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই উপকূলজুড়ে প্রায় চার মিটার উঁচু সুনামি ঢেউ দেখা যায়। রাশিয়ার গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।







