চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশে বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র এক নম্বরে: পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এক নম্বরে আছে এবং ভবিষ্যতেও এ স্থান ধরে রাখবে বলে আমরা আশা রাখি।

মার্কিন রাষ্ট্রদূত আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা দুধঘাটা এলাকায় ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (ইউএমপিএল) ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন।

Bkash July

এসময় ইউএমপিএলের চেয়্যারম্যান মোঃ নূর আলী বলেন, এ প্রকল্পটি বাংলাদেশের বেসরকারি খাতের সক্ষমতার প্রতীক। এটি একটি সর্বোচ্চ প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির কম দামের বিদ্যুৎ উৎপাদনের কারণেই বিপিডিবির কাছে মেরিট অর্ডারে শীর্ষস্থান দখল করবে।

বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনকালে এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন, ইউএমপিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. চৌধুরী নাফিজ সরাফাত, চেয়ারম্যান মোঃ নূর আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জহির উদ্দিন মোল্লা, জেনারেল ইলেকট্রিক (জিই) গ্যাস পাওয়ার দক্ষিণ এশিয়ার সিইও দীপেশ নন্দাসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Labaid
BSH
Bellow Post-Green View