এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকার সেমিফাইনাল শেষে উরুগুয়ের খেলোয়াড়দের সাথে কলম্বিয়ার সমর্থকদের মারামারির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা কনমেবল তদন্ত শুরুর বিষয়টি জানিয়েছে।
কনমেবল বিবৃতিতে বলেছে, ‘ঘটনাক্রম এবং ম্যাচের শেষে সহিংসতার সাথে জড়িতদের সম্পৃক্ততা বোঝার জন্য একটি তদন্ত শুরু হযেছে। আমরা নিশ্চিত এবং সতর্ক করতে চাই, এই বিশ্ব ফুটবল উদযাপনকে কলঙ্কিত করে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে না। এমন ঘটনা অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা আবেগকে সহিংসতায় পরিণত করে। তাই ক্রীড়া প্রতিযোগিতার ক্ষতি করে এমন কোনো আচরণ মেনে নেয়া হবে না।’
উত্তর ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার ভোরে আসরের দ্বিতীয় সেমিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে গেছে কলম্বিয়া। সেমিতে তাদের কাছে হেরে স্বপ্ন ভাঙে উরুগুয়ের। হতাশ হয়ে মাঠ ছাড়তে গিয়ে হুট করে বদলে যায় পরিস্থিতি। দলটির কয়েকজন ফুটবলার তেড়ে যান গ্যালারির দিকে।
একপর্যায়ে হাতাহাতিতে জড়ান কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে। ডারউইন নুনেজ এবং রোনাল্ড আরাউজো হাতাহাতিতে থাকা খেলোয়াড়দের মধ্যে ছিলেন। পরিবারের সদস্যদের রক্ষা করতে এমন করেছেন তারা, বলেছেন উরুগুয়ে অধিনায়ক হোসে মারিয়া গিমেনেজ।
মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ের সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতে কথা বলছিলেন দুজনে। এরপর গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনেজ আর রোনাল্ড আরাউজোকে। সঙ্গে ছিলেন ডিফেন্ডার গিমেনেজ।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে খবর, উরুগুয়ের খেলোয়াড়দের বেশকিছু আত্মীয়-স্বজন গ্যালারির ওই অংশে ছিলেন। তারা বাজে আচরণের শিকার হয়েছেন, এমন অভিযোগ ওঠার পর থেকে সংঘর্ষের সূত্রপাত।
ঘটনার পর সাক্ষাৎকারে উরুগুয়ে অধিনায়ক গিমেনেজ বলেছেন, পরিবারের সদস্যদের রক্ষা করতে এমন কাজে বাধ্য হয়েছেন তারা।
‘কর্তৃপক্ষ থামিয়ে দেয়ার আগেই আমি কিছু বলতে চাই। পরে তারা কিছু বলতে দেবে না। তারা চায় না আমরা এসব নিয়ে কথা বলি। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের পরিবারও গ্যালারিতে থাকে, শিশুরাও থাকে। এটা পুরোপুরি একটা বিপর্যয়। আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতে আমাদের এগিয়ে যেতে হয়েছে।’
অতিরিক্ত মদ্যপানের কারণে বাজে আচরণ করেছে কলম্বিয়ার ওই সমর্থকরা। গিমেনেজ এমন দাবি করে বলেছেন, ‘এটা গুটিকয়েক সমর্থকের ভুল। তারা অনেকবেশি পান করে ফেলেছিল। তারা জানে না কীভাবে পান করে নিজেদের সামলে রাখতে হয়।’








