অনিবার্য নিরাপত্তাজনিত কারণ ও দাপ্তরিক সিদ্ধান্তের প্রেক্ষিতে র্যাব ফোর্সেসের পূর্ববর্তী অফিসিয়াল ফেসবুক পেজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র্যাব ফোর্সেস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, Rapid Action Battalion – RAB online media cell নামে পরিচালিত ফেসবুক পেজটি URL: https://facebook.com/rabforcesoffial এখন থেকে র্যাব ফোর্সেসের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
র্যাবের সব ধরনের অভিযানিক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান-প্রদানের জন্য এখন থেকে নতুন অফিসিয়াল ফেসবুক পেজটি ব্যবহৃত হবে। নতুন পেজটির নাম Rapid Action Battalion – RAB, যার সঠিক লিংক হলো: https://www.facebook.com/RABHQ
র্যাব ফোর্সেস দেশের সকল নাগরিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে, বিভ্রান্তি এড়াতে এবং সঠিক ও দ্রুত তথ্য পেতে শুধুমাত্র নতুন অফিসিয়াল ফেসবুক পেজটি অনুসরণ (ফলো) করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে র্যাব ফোর্সেস সবসময় দায়িত্ব পালন করে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম পরিবর্তনের এই সিদ্ধান্তও নিরাপদ ও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
একই সঙ্গে অপ্রাসঙ্গিক বা ভুয়া কোনো ফেসবুক পেজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।








