অর্থনৈতিক বৈষম্য দূর করতে কর ব্যবস্থাপনা আধুনিক করার তাগিদ
মুল্য সংযোজন কর ও আয়করের আওতা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে কর ব্যবস্থাপনা আধুনিক করার তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আগামী বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিৎ বলেছে ঢাকা চেম্বার। অন্যদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন করদাতারা।