চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৮ জন বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপমা সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান

শিশু ও কথা সাহিত্য, গবেষণা, কবিতা, নাট্যকলা, রম্যরচনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ জন বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপমা সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করা হয়েছে। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে উপমা সাহিত্য পত্রিকা আয়োজিত অর্বাচীন-উপমা আন্তর্জাতিক কবিতা উৎসবে বাংলাদেশসহ ভারত ও নেপালের কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য জাহানারা তোফায়েলকে বেগম শামসুন্নাহার স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। মনসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলামিষ্ট, গবেষক রূমানা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক সৈয়দা নাজমুন নাহার।

Labaid
BSH
Bellow Post-Green View