কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কাজল আলীকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত কাজল মেম্বার দৌলতখালী পোষ্ট অফিস পাড়া গ্রামের মৃত সুন্নত মন্ডলের ছেলে।
দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এবিষয়ে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় নিহতের ভাতিজা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ঘাতকের স্ত্রী রাশেদাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত কাজল মেম্বারের সাথে স্থানীয় মাবুদ আলীর পূর্ব শত্রুতা ছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সন্ধ্যায় কাজল মেম্বার মাবুদের বাড়ির সামনে গেলে দু’জনের কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক মাবুদ হাসুয়া দিয়ে কাজল মেম্বারের ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর বৃহস্পতিবার ভোরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত মেম্বারের লাশ দাফনের প্রক্রিয়া চলছে।