জাপানে রওনক জাহানের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন

আবহমান বাংলা সাহিত্যের বড় অংশ প্রকৃতিনির্ভর। জাপানের টোকিওর হক্টোপিয়া গ্যালারিতে কবি রওনক জাহানের তৃতীয় কাব্যগ্রন্থ ‘একমুঠো কথাসমুদ্র’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেছেন, সাহিত্য মানুষকে ভালোবাসতে শেখায়, অন্তর্দৃষ্টি সমৃদ্ধ করে মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখে।