চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আউট’ হয়েও বেঁচে গেলেন সৌম্য

সৌম্য সরকারকে আউট ঘোষণা করেও সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছেন আম্পায়ার গাজী সোহেল। তাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যবহার করা ডিআরএস এর বিকল্প পদ্ধতি বিতর্কিত হলো।

শনিবার মিরপুরে দুপুরের ম্যাচে খুলনা টাইগার্সের দেয়া ১১৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামে ঢাকা ডমিনেটরস।

Bkash July

নাসুম আহমেদের করা ষষ্ঠ ওভারে স্টাম্পে পিচ করা বলে সুইপ করতে যান ঢাকার ওপেনার সৌম্য। এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। ব্যাটার রিভিউ নিলে স্লো-মোশন দেখে মনে হয় প্যাডে লাগার আগে সৌম্যর গ্লাভস ছুঁয়েছে বল! তবে নিশ্চিত হওয়ার উপায় ছিল না বিপিএলে হক-আই প্রযুক্তির ব্যবহার না থাকায়।

টিভি আম্পায়ারের সঙ্গে কথা বলে ফিল্ড আম্পায়ার আবারও আঙুল উচিয়ে আউট কল দেন। সৌম্য অবাক হয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। পরে আবার সিদ্ধান্ত বদল করেন আম্পায়ার। নট আউট ঘোষণা করলে সেটি মেনে নিতে পারছিল না খুলনা। দলটির আইকন খেলোয়াড় তামিম ইকবালকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

Reneta June

সৌম্য ব্যাট করছিলেন ৫ রানে। রিভিউ নিয়ে বাঁচা সৌম্য ১৬ রান করে আউট হন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের বলে।

Labaid
BSH
Bellow Post-Green View