এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের আস্থার অভাব তুলে ধরে তাকে অপসারণের দাবি জানিয়ে আল্টিমেটাম ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পরিষদের নেতারা জানিয়েছেন, ২৯ মে’র মধ্যে এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, নইলে কর্মসূচি আরও বাড়বে।
বক্তারা বলেন, এনবিআরের চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কর্মকর্তাদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং তার নেতৃত্বে এনবিআর কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না।
কর্মকর্তাদের পক্ষে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মনালিসা শাহারিন, উপকর কমিশনার রইসুন নেসা ও এনবিআরের দ্বিতীয় সচিব শাহাদাত জামিল। সংবাদ সম্মেলনে আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনবিআরের বিভিন্ন শাখা ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ ব্যানারে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন। চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত তার সঙ্গে অসহযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
এছাড়া এনবিআরের কাঙ্ক্ষিত রূপ নিয়ে আগামী মাসে “আমরা কেমন এনবিআর চাই” শীর্ষক একটি সেমিনার আয়োজনের ঘোষণাও দেন পরিষদ নেতারা। এতে এনবিআর সংস্কার ও কাঠামো নিয়ে আলোচনা হবে বলে জানান তারা।
তবে রাজস্ব ঘাটতি পোষাতে তারা জানিয়েছেন, প্রয়োজন হলে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা অতিরিক্ত সময় স্বেচ্ছায় কাজ করবেন।







