
চলতি মাসে নবমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ ছাড়াও মধ্য ইউক্রেনের ভিনিতসা, খমেলনিটস্কি এবং জাইটোমির অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কিয়েভের সামরিক প্রশাসনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় আগত সকল ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও শহরের মেয়র ক্লিটসকো জানান, কিয়েভের দারনিত্যা এলাকায় একটি গ্যারেজে আগুন লেগেছিল তবে কেউ আহত হয়নি। কিয়েভের বেসামরিক সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, কাস্পিয়ান সাগরে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান থেকে একটি ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিচ্ছিন্ন এসব হামলায় গতকাল বুধবার ইউক্রেনের বিভিন্ন যায়গায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। খেরসনের কাছে একটি পাঁচ বছর বয়সী বালকসহ ইউক্রেনে শেলিং এলাকায় ১৭ জন আহত হয়েছে। তবে রাশিয়ার হামলার প্রতিবাদে এখনই কোনরকম পাল্টা আক্রমণে যাচ্ছেনা ইউক্রেন।
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে ইউক্রেনের সেনাবাহিনী তাদের প্রস্তুতি বৃদ্ধি করছে। কর্মকর্তারা যুক্তি দেন, ইউক্রেনীয় আক্রমণের সাফল্য কেবল আঞ্চলিক লাভের জন্য নয় বরং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তার কৌশল পুনর্বিবেচনা করার জন্যও।
