
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের ফলে পূর্ব ইউক্রেনে দুই সিনিয়র রাশিয়ান সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিহত দুই অফিসার হলেন, কর্নেল ভ্যাচেস্লাভ মাকারভ এবং কর্নেল ইয়েভজেনি ব্রভকো। তারা পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে আক্রমনের সময় প্রাণ হারিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একটি ব্রিফিংয়ে বলা হয়, যুদ্ধে কর্নেল ব্যাচেস্লাভ মাকারভ সর্বাগ্রে ছিলেন, ব্যক্তিগতভাবেই তিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, এমন সময় একটি পাল্টা আক্রমনে নিহত হন তিনি। কর্নেল ব্রোভকো আক্রমণ প্রতিহত করতে সৈন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন, এসময় শত্রু পক্ষের একাধিক ছুরির আঘাতে তিনি মারা যান। তবে কখন বা ঠিক কোথায় তাদের হত্যা করা হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
প্রায় এক বছর যাবৎ চলমান এই যুদ্ধে ২ জন কমান্ডার নিহত হওয়ার ঘটনা রাশিয়ার জন্য সর্বশেষ বড় রকমের ক্ষতি।