ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। আলোচনার পর সাংবাদিকদের কাছে এমনটাই জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী উমেরভ জানান, আলোচনার একটি প্রধান অর্জন হলো যুদ্ধবন্দী বিনিময় নিয়ে উভয় পক্ষের সম্মতি। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছি এবং বন্দী বিনিময়ের বিষয়টিও আলোচনা করেছি। ফলাফল হল ১,০০০ জনের বিনিময়ে ১,০০০ জনের বিনিময়। বন্দী বিনিময়ের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানান, তবে নিরাপত্তার কারণে তা প্রকাশ করা হচ্ছে না।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি একটি বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি, যুদ্ধবিরতির সব ধরনের সম্ভাব্য পদ্ধতি নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।
রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কিও আলোচনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ান পক্ষ আলোচনায় সন্তুষ্ট এবং আমরা যোগাযোগ চালিয়ে যেতে প্রস্তুত। মেডিনস্কি নিশ্চিত করেন যে, আগামী কয়েক দিনের মধ্যে” ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বড় পরিসরে বন্দী বিনিময় অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ইউক্রেনীয় পক্ষ পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের অনুরোধ করেছে এবং রাশিয়া এই অনুরোধকে “উল্লেখযোগ্য” হিসেবে গ্রহণ করেছে। আলোচনায় উভয় পক্ষ সম্মত হয়েছে যে, সম্ভাব্য ভবিষ্যতের যুদ্ধবিরতির জন্য প্রতিটি পক্ষ তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে।








