চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অস্ত্র মজুত করছে: রাশিয়া

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর) ইউক্রেনের বিরুদ্ধে দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পশ্চিমাদের সরবরাহকৃত অস্ত্র মজুত করার অভিযোগ এনেছে। যদিও তারা এ বিষয়ে কোনও প্রমাণ সরবরাহ করেনি।

এক বিবৃতিতে এসভিআর জানায়, ইউক্রেন মার্কিন সরবরাহকৃত হিমারর্স রকেট লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্টিলারি গোলাবারুদগুলো দেশটির উত্তর-পশ্চিমে রিভন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে  সরবরাহ করা হয়েছে।

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পশ্চিমাদের দেওয়া অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করছে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে রিভনের পাওয়ার স্টেশনে একটি অস্ত্রের চালান পাঠানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের অনেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউক্রেনে আক্রমণের ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে রাশিয়ান বাহিনী বিলুপ্ত চোরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় এবং কয়েকদিনের মধ্যেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও দখল করে, যা ইউরোপের বৃহত্তম।