আগামী মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মঙ্গোলিয়া সফর ঘিরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী পুতিনকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানিয়েছে ইউক্রেন।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) কিয়েভে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ইউক্রেন।
পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণার পর, প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফর করবেন পুতিন। তবে ক্রেমলিন বলেছে যে, তারা এই সফর নিয়ে উদ্বিগ্ন নয়।
২০২৩ সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আইসিসির গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী, ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে রাশিয়ায় সরিয়ে নেয়ার চেষ্টার মাধ্যমে যুদ্ধাপরাধ করেছেন পুতিন। পুতিন যদি আইসিসির ১২৪টি সদস্য রাষ্ট্রের কোথাও যান তবে বাধ্যতামূলক ভাবে তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে হস্তান্তর করতে হবে বিচার কাজের জন্য।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, আমরা মঙ্গোলিয়ার কর্তৃপক্ষকে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা মেনে চলা এবং পুতিনকে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।
গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মঙ্গোলিয়া আইসিসির সদস্য হওয়ায় মস্কো উদ্বিগ্ন কিনা। তিনি সাংবাদিকদের বলেন, না। এ নিয়ে কোনো উদ্বেগ নেই। মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের দারুণ আলোচনা হয়েছে।








