যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। নেতা নির্বাচনে লড়তে বিদেশ সফর সংক্ষিপ্ত করে শনিবার দেশে ফিরেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তাদের কেউই এ লড়াইয়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পেনি মরডান্ট নিজের প্রার্থিতা নিশ্চিত করেছেন। ক্ষমতাসীন পার্টির নেতা হতে তিনি ৩শ’ ৫৭ জন টোরি এমপির মধ্যে কমপক্ষে ১শ’ জনের সমর্থন পেতে হবে।

সুনাকের নির্বাচনী প্রচার শিবিরের বরাতে বিবিসি জানিয়েছে, সুনাকপরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রয়োজনীয় ১শ জন টোরি এমপির সমর্থন নিশ্চিত করেছেন। আগামী সোমবারের মধ্যে তাদের এই সমর্থন নিশ্চিত করতে হবে। ২৮ অক্টোবরের মধ্যে নির্বাচন-প্রক্রিয়া শেষ হবে। যিনি দলের নেতা হবেন, তিনিই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। লিজ ট্রাসের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর তার উত্তরসূরি কে হবেন, এ প্রশ্ন এখন সব চেয়ে বেশি আলোচিত হচ্ছে।