এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এএফসি অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপ ফুটবলে কঠিন প্রতিপক্ষ পেয়েছেন বাংলাদেশ। ‘এ’ গ্রুপে লাল-সবুজদের লড়তে হবে ভিয়েতনাম, শক্তিশালী চীন এবং স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে।
সোমবার ব্যাংককে ড্রয়ে পট থেকে প্রথমেই তোলা হয় বাংলাদেশের নাম। ‘এ’ গ্রুপে রাখা হয় আফঈদা খন্দকার-সাগরিকাদের।
ফিফা উইমেন্স র্যাঙ্কিংয়ে ১০৪এ থাকা বাংলাদেশ প্রথমে পেয়েছে ৬৭ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামকে। র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ৩৭। গ্রুপের তৃতীয় দল হিসেবে আসে ১৬ নম্বরে থাকা চীন। যারা ২০০৬ সালে প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন।
গত অক্টোবরে থাইল্যান্ডে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ সিনিয়র জাতীয় নারী ফুটবল দল। প্রথমটিতে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে পরাজয় আসে ৫-১ ব্যবধানে। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে স্বাগতিক থাইল্যান্ড জায়গা করে নিয়েছে বাংলাদেশের গ্রুপে। র্যাঙ্কিংয়ে তাদের সিনিয়র দলের অবস্থান ৫৩।
এই প্রতিযোগিতায় সেমিফাইলে উঠতে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশ। সেমির চার দল সরাসরি খেলবে আগামী বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হতে চলা অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপে।
অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপের গ্রুপিং
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম।
গ্রুপ বি: নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান।
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।








