এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শেরপুরের ঝিনাইগাতীতে গভীর মাটির কূপের ভেতর সংস্কার ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকার ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার নীপুরায় কোচের ছেলে নারায়ণ কোচ (৩৮) এবং শালচুড়া এলাকার মৃত নীল মহন কোচের ছেলে নিরাঞ্জন কোচ (৩৫)।
স্থানীয়রা জানান, ঝিনাইগাতী উপজেলা সদর থেকে দমকল বিভাগের কর্মীরা গিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে কূপের নীচ থেকে ওই দু’জনের লাশ উদ্ধার করেন। পরে দু’জনের লাশ ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী দমকল বিভাগের স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর কূপের ভেতর অক্সিজেন স্বল্পতার কারণে একজনের নামার পর সমস্যা দেখা দিলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে দু’জনেরই মৃত্যু ঘটেছে।








