বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়েছিল।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইহান ওলিউল্লাহ বলেন, বিকেলে সমাবেশে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পক্ষ আরেক পক্ষের বিরোধিতা করে স্লোগান দেয়া শুরু করলে এ ঘটনা ঘটে। পুলিশ আগে থেকেই সেখানে মোতায়েন করা ছিল। পুলিশের কাছে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি।
তবে এ ঘটনায় তেমন কোনো হতাহতের সংখ্যা নেই জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে দুই-একজন গিয়েছে বলে শুনেছেন তিনি।
স্থানীয় সাংবাদিকরা জানান, বিকেলে সারজিস আলম সমাবেশে যাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক পক্ষ তার বিরোধিতা করে স্লোগান দেয়া শুরু করে। পরে সারজিস আলমের অনুসারীরা তাদের প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।








