চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নারায়ণগঞ্জে পৃথক দুইটি হত্যাকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে পৃথক দুইটি হত্যাকাণ্ডের পর পুলিশ লাশ উদ্ধার করেছে। এর মধ্যে নিখোঁজের তিনদিন পর ভ্যান চালক মাসুমের লাশ সকালে উপজেলার গণপাড়া এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের বন্দরে আয়েশা বেগম নামের মহিলাকে গলাকেটে হত্যার পর মানসিক ভারসাম্যহীন ছেলে সজীব পলাতক রয়েছে।

Bkash July

পুলিশ জানিয়েছে, নিহত মাছুম খুলনা জেলার সিকান্দার মিয়া ছেলে ও বন্দর আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে তার সৎ ভাই আসলামের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়। অপরদিকে আজ সকালে বন্দরের মুছাপুর ইউনিয়নের জহুরপুর গ্রামে ছেলের হাতে নিহত আয়েশা বেগম ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সজীব দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন তাকে কয়েকবার চিকিৎসা দেয়া হয়। রাতে তাদের বসতঘরে খাবার খেয়ে মা-ছেলেকে ঘুমিয়ে পড়েন। ভোরে কোন সময়ে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে পর সে পালিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আয়েশা বেগম হত্যায় ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছেলেই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে এবং ভ্যান চালক হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

Labaid
BSH
Bellow Post-Green View