এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এমন সন্দেহে দু’টি ছুরি উদ্ধার করেছে কলকাতার গোয়েন্দারা। এছাড়া একই সময়ে তারা একটি বুলেটও উদ্ধার করেছে। ১০ সেন্টিমিটার লম্বা ছুরি দুটি এমপি আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কিনা নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
বুধবার (৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছে কলকাতার পুলিশ।
কলকাতার চিনার পার্কের কাছে ব্লু মুন নামে একটি হোটেলে তল্লাশির সময় সুয়ারেজ লাইন ভেঙ্গে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
তারা জানায়, জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে কলকাতার চিনার পার্কের কাছে ব্লু মুন নামে একটি হোটেলে বুধবার তল্লাশি চালানো হয়। ওই হোটেলের সুয়ারেজ পাইপ ভেঙে দুটি ধারালো ছুরি ছাড়াও বেশ কিছু ব্যবহৃত বস্তু সংগ্রহ করা হয়েছে। সেগুলোও ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
হোটেলের মালিক এবং অ্যাক্সিস মলের রিলায়েন্স ডিজিটাল শো-রুমের ম্যানেজার ও কর্মচারীদেরকে আনার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেশীয় অস্ত্র ছাড়াও সুয়ারেজ থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।








