চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে টুইটার

আবারও কয়েক ডজন কর্মীছাঁটাই করেছে ইলন মাস্কের টুইটার। অক্টোবরের শেষের দিকে ইলন মাস্ক সামাজিক নেটওয়ার্ক সেবাটির দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

রিপোর্টে বলা হয়েছে, এই কর্মী ছাঁটাই টুইটারের একাধিক ইঞ্জিনিয়ারিং টিমের উপরেও প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলোকে চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও।

একই ধরনের প্রযুক্তিগত বিষয়ে বাস্তব জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের উদ্ধৃত দিয়ে রবিবার রিপোর্টটি প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি বিষয়ক একটি প্রকাশনা।

এবিষয়ে জানতে চাইলে টুইটার তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

গত নভেম্বরের ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পর টুইটারের খরচ কমানোর জন্য এখন পর্যন্ত প্রায় তিন হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক।

একই সময়ে টুইটারের আয়ও কমে গেছে প্রায় ৬০ শতাংশ।

Labaid
BSH
Bellow Post-Green View