চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তুষার নিহত

মোরশেদ আলম, চাঁদপুর:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তুষার মজুমদার (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ছেলে।

Bkash July

তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।

জানা যায়, ২৬ মার্চ সৌদি আরবে ওমরা হজ পালন করতে যায় তুষার। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তুষার মনির মজুমদারের প্রথম সংসারের দু’ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সন্তান।

Reneta June

ঘিলাতলী গ্রামের ইব্রাহীম ঢালী জানান, গত ১১ মাস আগে তুষার কাজের জন্য সৌদিতে যান। সেখান থেকেই তিনি ওমরা করতে মদিনা যাচ্ছিলেন। এরমধ্যেই এই দুর্ঘটনার সংবাদ পেলাম।

স্থানীয়রা বলেন, বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে পরিবারের হাল তুষার নিজেই কাঁধে তুলে নিয়েছিলেন। একসময় তিনি নারায়নপুর বাজারের মুদি দোকানে কাজ করতেন। পরে তার মা কিস্তিতে টাকা তুলে তাকে সৌদি আরবে পাঠান। আর এরপর এই দুর্ঘটনায় পুরো পরিবারটির জন্য কালো অধ্যায় শুরু হলো।

মতলবের ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার মোবাইলফোনে জানান, তুষারের মৃত্যুর খবর শুনে তাদের বাসায় গিয়েছি এবং তার পরিবারকে শান্তনা দিয়েছি। সে খুব ভালো ছেলে ছিল।

Labaid
BSH
Bellow Post-Green View