
আত্মহত্যার ঠিক আগের মুহূর্তে শিজানের সঙ্গে কথা বলেছিলেন তুনিশা। পুলিশি তদন্তে উঠে এল এই তথ্য।
পুলিশ হেফাজতে আছে তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিক শিজান খান। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠছে এই অভিনেতার বিরুদ্ধে। গলায় দড়ি দেয়ার আগের মুহূর্তেও শিজানের সঙ্গে কথা বলেছেন তুনিশা। সেই প্রমাণ এসেছে পুলিশের হাতে। শুধু তাই নয়, ২৫০-৩০০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাটও এসেছে পুলিশের হাতে।
তুনিশা ও শিজানের ছাড়াছাড়ি হয় দিন পনেরো আগেই। একইসঙ্গে কাজ করতেন দুজনে ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’ সিরিয়ালের সেটে।
শনিবার ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’র সেটে আত্মহত্যা করেন তুনিশা। সিজানের মেকআপ রুমেই আত্মহত্যা করেছেন অভিনেত্রী। যদিও সেই সময় শিজান উপস্থিত ছিলেন না সেটে।

প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শিজানের নাম জড়িয়েছে তুনিশার মৃত্যুর সাথে। জিশানের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক থাকার প্রমাণও হাতে এসেছে পুলিশের। শিজান বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।
মঙ্গলবার মিরা রোডের শ্মশানে সম্পন্ন হয়েছে তুনিশার শেষকৃত্য। ছিলেন তাঁর মা, পরিবার ও কাছের বন্ধুরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা