এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংলিশ ফুটবল দলের জার্মান কোচ থমাস টুখেল তার দলকে সার্বিয়াকে নিয়ে সতর্ক করেছেন। বিশ্বকাপ বাছাইয়ের ইংল্যান্ড দলের গ্রুপের শক্ত প্রতিপক্ষ সার্বিয়া। মঙ্গলবার সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। টুখেল বলছেন, ‘ম্যাচের জন্য সবকিছু নিয়ে প্রস্তুত থাকতে।’
মেজর শিরোপা খরায় ইংলিশরা প্রায় ৬০ বছর। শেষ বার তারা ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল। প্রথমবার তিন দেশ মিলে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে ইংলিশরা চান নিজেদের সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে যেতে। সে লক্ষ্যে বাছাইয়ে প্রথম চারটিতেই জয় নিয়ে ১২ পয়েন্টে টেবিল শীর্ষে টুখেল বাহিনী। তাদের পরেই ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে সার্বিয়া।
টুখেল বলেছেন, ‘সার্বিয়ার বিপক্ষে ভালো পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডকে। অবশ্য জয়ের জন্য আশাবাদীও। অনুভব করছি মাঠে ফিজিক্যালি ম্যাচটির গুরুত্ব যেমন তেমনি আবেগেরও। গ্রুপের বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।’
‘সার্বিয়ার মাঠের আবহাওয়াও মানিয়ে নিতে হবে। আমরা হলুদ কার্ড কিংবা লাল কার্ডের শিকার হতে পারি। যেমনই হোক আমাদের সকল পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’
আরেক জার্মান কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে পরপর দুবার ইউরোর ফাইনাল খেলেও জয়ের দেখা পায়নি। শনিবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে পায় ২-০ গোলের জয়। বেলগ্রেডে সার্বিয়ার বিপক্ষে আবার মাঠে নামবে তারা।








