চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস রণবীরের ছবি

KSRM

বড় পর্দায় মুক্তি পেল রোমান্টিক ড্রামা ঘরানার ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। যেখানে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। তাইতো ছবিটিকে ঘিরে দর্শকদের মাঝে চলছিল আলাদা এক উম্মাদনা। তবে মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল সেই ছবিটি।

জানা গেছে, মুক্তির দিনই অনলাইন সাইট টরেন্টে ফাঁস হয়ে গেছে ছবিটি। তাও কিনা আবার এইচডি কোয়ালিটিতে। করা যাচ্ছে ডাউনলোডও।  এছাড়াও তামিল রকার্স, ফিল্মিজিলা, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে ছবিটি।

Bkash July

এর আগে অগ্রিম টিকেট বুকিংয়ের প্রথম দিনেই ৩০ হাজার টিকেট বিক্রি হয়েছিল ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবিটির। মুক্তির আগে মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮৫ হাজার টিকেট বিক্রি হয়েছে। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, ছবিটির প্রথম দিনের আয় ১২-১৩ কোটি রুপি দাঁড়াতে পারে।

সম্প্রতি বলিউড ছবিগুলো অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সিনেমার প্রযোজক ও কলাকুশলীদের কাছে। এর আগে বিগবাজেটের ছবি ‘পাঠান’ ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। যার বেশ প্রভাবও পড়েছিল ছবির আয়ে। যদিও পরবর্তীতে সেটি কাটিয়ে ওঠে শাহরুখের ‘পাঠান’।

Reneta June

এখন দেখার বিষয় অনলাইনে ফাঁস হওয়ার পরেও ‘পাঠান’ এর মত রণবীরের ‘তু ঝুটি ম্যায় মক্কর’ ও বক্স অফিসে সেই বিরূপ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে কিনা।

সূত্র: বলিউড লাইফ

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View